১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৫শে মার্চ, ২০২৩ ইং

ডিজিটাল নিরাপত্তা আইন অনুসন্ধানী সাংবাদিকতার গলার কাটা

এনবি প্রতিনিধি॥
ডিজিটাল নিরাপত্তা আইন অনুসন্ধানী সাংবাদিকতার গলার কাটা। অবিলম্বে সংসদে এই আইনকে বাতিল করার দাবি জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা। অন্যথায় পর্যায়ক্রমে সারাদেশে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দিয়েছে তারা।
রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোল চত্বরে কারান্তরীণ দৈনিক যুগান্তরের দুই সাংবাদিক আবু জাফর ও সেলিম উদ্দিনের মুক্তির দাবিতে আশুগঞ্জ প্রেসক্লাব মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিকরা এই কথা বলেন। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আক্তারুজ্জামান রঞ্জন, সহসভাপতি মুহাম্মদ মোজাম্মেল হক, মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আল মামুন প্রমুখ। এসময় বক্তারা, অবিলম্বে কারান্তরীণ দুই সাংবাদিকের মুক্তি পাশাপাশি তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com