১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৭শে মার্চ, ২০২৩ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার

এসবি প্রতিনিধি ঃ
ব্রাহ্মণবাড়িয়ায় আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর দেড়টায় পৌর এলাকার শিমরাইলকান্দি রেল ব্রীজের নিচ থেকে তারা অর্ধনগ্ন লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে মৌড়াইল কলেজপাড়া ও শিমরাইলকান্দি এলাকার মাঝখানে রেলওয়ে ব্রীজের নীচে অজ্ঞাতনামা এক মহিলার লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দিলে দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ওই মহিলার শরীরে আঘাতের চিহৃ রয়েছে। অর্ধ নগ্ন অবস্থায় লাশটি পাওয়া যায়। তিনি বলেন, ওই মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত বলা যাবে। আমরা তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com