আখাউড়ায় প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হাসান পৌর শহরের সড়ক বাজারে (শহীদ আমীর হোসেন রোড) এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সড়ক বাজারের ব্যবসায়ী প্রদীপ সাহা ও গৌরাঙ্গ সাহার দোকানে অভিযান চালিয়ে পলিথিনসহ মেয়াদোত্তীর্ণ খাদ্যপন্য রাখার দায়ে উভয় দোকানীকে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে দোকান জব্দকৃত পলিথিন ও মেয়াদোর্ত্তীণ খাদ্যপন্য পুড়িয়ে ফেলা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হাসান বলেন, ভোক্তা অধিকার ও পরিবেশ সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় তাদেরকে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।