১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৫শে মার্চ, ২০২৩ ইং

৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যসায়ী আটক

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫০ কেজি গাঁজা ও সিএনজিসহ খোকন মিয়া নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‌্যাব-১৪ ।

রবিবার রাতে নাসিরনগর টু সরাইল রোডস্থ কোট্টাপাড়া মোড় ব্রিজের উপর অভিযান পরিচালনা করে গাজাঁসহ তাকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীক খোকন ব্রাহ্মণবাড়িয়ার সদরের আমির পাড়ার আনিছ মিয়ার ছেলে । সোমবার বিকেলে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

ভৈরব র‌্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ জানান, আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, যে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা- চালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com