১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার সময় প্রতারক আটক

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক পরিচয়ে দিয়ে চাঁদাবাজি করার সময় মোহাম্মদ আলী (৪৫) নামের এক প্রতারককে আটক করে পুলিশে কাছে দিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে শহরের কুমারশীল মোড়ে অটোরিকশা চালকের কাছে থেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করা সময় তাকে আটক করেন স্থানীয়রা।

বুধবার (২০ এপ্রিল) বিকেলে তাকে আদালতে পাঠায় পুলিশ। মোহাম্মদ আলী সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের মৌলভী আলী হোসেনের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া ১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির জানান, মোহাম্মদ আলী খাঁটিহাতা বিশ্বরোড মোড়ে এক সময় কলা বিক্রি করতেন। একপর্যায়ে বিভিন্ন জায়গা থেকে ভুয়া কার্ড সংগ্রহ করে নিজেকে সাংবাদিক পরিচয় দিতে থাকেন।

মঙ্গলবার রাতে শহরের কুমারশীল মোড়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এক অটোরিকশা চালকের কাছে চাঁদা দাবি করেন। এসময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশ সোপর্দ করেন। এরআগেও তার বিরুদ্ধে মাদক-প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com