১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৫শে মার্চ, ২০২৩ ইং

নাসিরনগরে কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি

নাসিরনগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কাল বৈশাখী ঝড়ে শতাধিক কাচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । এতে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার ভোরে উপজেলার দুটি ইউনিয়নের ছয়টি গ্রামে প্রায় শতাধিক গাছপালা ও কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত গ্রামগুলো ভলাকুট ইউনিয়নের বালিয়াখলা, কুটুই, খাগালিয়া। পূর্বভাগ ইউনিয়নের ভূবন, শ্যামপুর, ভেলুয়া।

খবর পেয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইউএনও মেহেদী হাসান খান শাওন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, ঝড়ে দুটি ইউনিয়নের প্রায় শতাধিক ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ফসলী কিছু জমি শিলা বৃষ্টি পড়ে নষ্ট হয়ে যায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে তালিকা তৈরী করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক সহায়তা করা হবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com