১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৫শে মার্চ, ২০২৩ ইং

আশুগঞ্জের এই প্রথম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সেনা সিমেন্ট’

আশুগঞ্জ প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এই প্রথম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সেনা কল্যান সংস্থার ‘সেনা সিমেন্ট’।

শুক্রবার সকালে আশুগঞ্জের নতুন ফেরিঘাটে রাফি ট্রেডার্সের সেনা সিমেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি।

উদ্বোধনী অনুষ্ঠানে রাফি ট্রেডার্সের সত্ত্বাধিকারী ও সেনা সিমেন্টের ডিলার রাফি হোসেন শিয়নের সার্বিক তত্ত্ববধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোঃ মহিউদ্দিন মোল্লা, চরচারতলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কুদ্দুস মিয়া, তারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাদল সাদির, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর মুন্সী, মোসা মিয়া, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন মুন্সি, বিশিষ্ট শিল্পপতি কবীর হোসেন, ব্যবসায়ী ইয়াছিন আরাফাত লিমনসহ বিশেষ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এখন থেকে রাফি ট্রেডার্সে রড, সিমেন্ট খুচরা ও পাইকারী বিক্রয় করা হবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com