১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৫শে মার্চ, ২০২৩ ইং

আশুগঞ্জে হেফাজতের হামলায় নাশকতার অভিযোগে বিএনপি নেতা নাইম আটক

আশুগঞ্জ প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে হেফাজতের হামলায় নাশকতার অভিযোগে বিএনপি নেতা নাইম মিয়াকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পুর্ব বাজার থেকে পুলিশ তাকে আটক করে। সে সোহাগপুর গ্রামের হাজী হাসান মিয়ার ছেলে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, গত ২৮ মার্চ হেফাজতের হরতালে নাশকতার অভিযোগে নাইমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হরতালের দিন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদের বাড়িতে হামলা-ভাংচুর ও নাশকতার অভিযোগ রয়েছে। এবং হামলার মামলার অন্যতম আসামী সে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com