স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর বিরোধীতাসহ বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ গ্রহন করে দলীয় সিদ্ধান্ত অমান্য এবং শৃংখলা ভঙ্গ করায় ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের উপদেষ্টা আবু সিদ্দিক, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক সারোয়ার আলম এবং সদস্য আবুল কালামকে বহিষ্কার করা হয়েছে এবং সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ করা হয়েছে।
রোববার শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, গত শনিবার তাদেরকে পৌর আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।