১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

নাসিরনগরে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার প্রত্যন্ত চাতলপাড়ের ৯ টি ওয়ার্ডের প্রায় ৫ শত শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ উপলক্ষে স্থানীয় কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আলমগীর হোসেন। এতে স্থানীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহেদুল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবাসী ফোরামের প্রচার সম্পাদক জিল্লুর রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, প্রত্যন্ত এই গ্রামীন জনপদের শীতার্তদের কষ্ট লাঘবে জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম যেভাবে এগিয়ে এসেছে তা অনুকরণীয়। তারা সমাজের বিত্তবানরা সাধ্যমত অসহায়দের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানান। পরে অতিথিবৃন্দ প্রায় ৫ শত শীতার্তদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com