Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৭৫৯।

স্টাফ রিপোর্টার:

”পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকালে মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এতে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম ভুইয়া, সাধারণ সম্পাদক এ,এই, এম মাহবুব আলম।

পরে অতিথিবৃন্দ মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদর্শিত ২২ টি স্টল ঘুরে দেখেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বর্তমান প্রযুক্তিময় বিশ্বে টিক থাকতে হলে বিজ্ঞানের জ্ঞানের বিকল্প নেই। কারণ সমগ্র বিশ্ব আজ বিজ্ঞানময় হয়ে উঠেছে। তাই সরকার বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে নিরলসভাবে কাজ করেছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com