১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

কাজীপাড়া ঘরোয়া ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ রনি ইসলাম,এনবি ডেস্ক:

মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গিকার নিয়ে যুবদের খেলার প্রতি উৎসাহী করতে ১০ বছর পূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া দরগা মহল্লা ঘরোয়া ফুটবল টুনামেন্টলীগ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা ঈদগাহ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় লাল দল ও সবুজ দল অংশগ্রহন করেন।

কাজীপাড়া শৈশব গ্রুপের আয়োজনে ফাইনাল খেলায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৮ নং ওয়ার্ডের কাজীপাড়া কাউন্সিলর মোঃ শরীফ ভান্ডারী, সাবেক কাউন্সিলর এডভোকেট খন্দকার মোঃ শাহ আলম, একুশে টিভি ও দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি মীর মোঃ শাহীন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহিন চৌধুরী, কাজীপাড়া পঞ্চায়াত কমিটির সভাপতি মোঃ কিতাব আলী সরদার, বিশিষ্ট্য মুরব্বী হারেজ মিয়া, প্রমুখ।

খেলা সঞ্চালনা করেন সদর উপজেলা ফুটবল এস্যোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া।

ফাইনাল খেলায় সবুজ দলকে হারিয়ে লাল দল বিজয় লাভ করেন। পরে অতিথিরা বিজয় দলের হাতে পুরস্কার তুলে দেন।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com