১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৭শে মার্চ, ২০২৩ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় সদর আসনের সংসদ সদস্য ও বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর আর্থিক সহায়তায় প্রতিবন্ধীদের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রতিবন্ধীদের সংগঠন ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন।

মঙ্গলবার সকালে পৌর এলাকার পশ্চিম পাইকপাড়ায় ফাউন্ডেশনের সভাপতি হেদায়েত আজিজ মুন্নার বাসভবন প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) মোঃ আবু সাঈদ।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন সহ ফাউন্ডেশনের সদস্যরা। অনুষ্ঠানে ৭০জন প্রতিবন্ধীর মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

এদিকে প্রতিবন্ধীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করায় মোকতাদির চৌধুরী এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হেদায়েত আজিজ মুন্না।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com