১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৭শে মার্চ, ২০২৩ ইং

বাঞ্ছারামপুরে করোনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরন

বাঞ্ছারামপুর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা মূলক লিফলেট বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আল-মামুন।

শুক্রবার জুম্মার নামাজের আগে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের কমলপুর উত্তর পাড়া জামে মসজিদে এলাকায় এই লিফলেট বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার এস আই ইউসুফ, মোঃ রফিক, ভোরের কাগজের বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলামসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার বলেন, প্রবাসীরা দেশে পা রাখার পর ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইন এ থাকবেন।

যদি প্রবাসফেরত ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইন নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলাচল করে তাহলে অমান্যকারীদের বাড়িতে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি করোনা ভাইরাস কে ভয় না পেয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com