১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৭শে মার্চ, ২০২৩ ইং

আখাউড়ায় পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলায় পুকুর থেকে অজ্ঞাত (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করছেন পুলিশ। রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার খরমপুর গ্রামের কেল্লা শাহ মাজার এলাকার একটি পুকুর থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ রসুল আহম্মদ নিজামী জানান, সকালে তিনি মাজারে পুকুরে কাপড় কাচছিলেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পুকুরের পানিতে পারে যান। পরে মাজারে অন্য ভক্ত আশেকানেরা দেখতে পেয়ে পানি থেকে উঠে আনার আগে ্ওই নারী মৃত্যু হয়। পরে খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

তিনি জানান, ওই নারী মাজারে ভক্ত। দীর্ঘ দিন ধরে তিনি মাজারে থাকছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com