১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৭শে মার্চ, ২০২৩ ইং

সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের মানববন্ধন

 

মোঃ রাসেল আহেম্মদ,এনবি ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষক সমিতি উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও বকেয়া টাইম স্কেল /সিলেকশন গ্রেড প্রদান সহ সরকারী মাধ্যমিকে বিরাজমান সমস্যাবলী সমাধানের দাবীতে বাংলাদেশ সরকারি শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা ও কুমিল্লা জেলার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে শহরের সাবেরা সোবহান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কুমিল্লা অঞ্চলের সাধারণ সম্পাদক এ. এফ.এম আব্দুস সাকির, সহ- সভাপতি গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক মো. নিজাম উদ্দিন, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকির হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তরা, স্বতন্ত্র মাধ্যমিক অধিদপ্তর প্রতিষ্ঠা, টাইমস্কেল বাস্তবায়ন, পদায়নে দীর্ঘ সূত্রিতার প্রত্যাহার সহ দাবী দাওয়া মেনে নেয়ার আহ্বান জানান। এ সময় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com