১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৬শে মার্চ, ২০২৩ ইং

কসবায় যুবকের লাশ উদ্ধার

 

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রতন মিয়া-(৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ডাবিরঘর এলাকার একটি খালের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রতন মিয়া উপজেলার ডাবির ঘর গ্রামের বাবলু মিয়ার ছেলে। নিহতের শরীরে আঘাতের চিহৃ রয়েছে।

পুলিশ জানায়, বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনালের হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাস্মদ লোকমান হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবককে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহৃ রয়েছে।

তিনি বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com