১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৭শে মার্চ, ২০২৩ ইং

বিজয়নগরে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২শত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার গভীর রাত উপজেলার আলাদাউদপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আবদুল্লাহপুর গ্রামের মোঃ ইকবাল-(২৭) এবং আলাদাউদপুর গ্রামের আব্দুল হাই-(৫০)। এ ব্যাপারে বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ জিয়াউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com