১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৭শে মার্চ, ২০২৩ ইং

গাঁজাসহ আমেনা সুন্দরীকে গ্রেফতার করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ি

স্টাফ রিপোর্টার,
ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশন ফ্লাটফর্ম থেকে গাঁজাসহ এক মহিলাকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি সদস্যরা।
৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ২নং ফ্লাটফর্মের পশ্চিমে কসবা উপজেলার হিল্লাল গ্রামের সোহাগ মিয়ার স্ত্রী আমেন ওরফে আমেনা (২৬) কে বসা অবস্থায় সন্দেহ হলে তাকে আটক করে। পরে তার শরীলে পলিথিন দিয়ে বাধাঁ ২কেজি গাঁজা পাওয়া যায়। 
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ মোজাম্মেল হোসেন জানায়, ফ্লাটফর্মে নিয়মিত দায়িত্ব পালনের সময় আমেন ওরফে আমেনা (২৬) কে ২নং প্লাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা যায়।এসময় তার গতিবিধি সন্দেহ হলে জিজ্ঞাসা করার জন্য আটক করা হয়। পরে তাঁর শরীলে পলিথিন দিয়ে বাধাঁ ২ কেজি মাদক দ্রব্য গাঁজা পাওয়া যায়। আটক আমেনাকে মাদকদ্রব্য আইনে আখাউড়া রেলওয়ে থানার মামলা নং-০২/১৯  রুজু করে আদালতে প্রেরণ করা হয়।
Social Media Auto Publish Powered By : XYZScripts.com