১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৭শে মার্চ, ২০২৩ ইং

আজ এম,পি লুৎফুল হাই সাচ্চুর ৯তম মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার বর্ষীয়ান রাজনীতিবিদ, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের ৩নং সেক্টরের গেরিলা উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট লুৎফুল হাই সাচ্চুর নবম মৃত্যুবার্ষিকী আজ। ২০১০ সালের এই দিনে লুৎফুল হক সাচ্চু ঢাকার গুলশানের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ।

তিনি ১৯৪০ সালে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা প্রয়াত আবদুল হাই পূর্ব বাংলার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ছিলেন। লুৎফুল হাই সাচ্চু ১৯৭০ সালের নির্বাচনে মাত্র ৩০ বছর বয়সে গণপরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭২ সালে ব্রাহ্মণবাড়িয়া মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআনখানি, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com