১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৬শে মার্চ, ২০২৩ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০০ পিস ইয়াবাসহ ২ নারী আটক

মোঃ রাসেল আহম্মেদ, এনবি ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০০ পিস ইয়াবাসহ ২ নারীকে আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে উপকূল ট্রেন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীলতলা গ্রামের মফিজুল ইসলাম স্ত্রী সুরাইয়া বেগম (৫৫)। ওই এলাকার জহির মিয়া স্ত্রী নুরুন্নাহান বেগম (২৮)।

মাদক অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার অফিসের সহকারি পরিচালক মোঃ হুমায়ূন কবির খন্দকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আলমগীর এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার সকালে উপকূল একপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে তাদের কে তাল্লাশি করে ১৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com