১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৬শে মার্চ, ২০২৩ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় লবনের গুজব প্রতিরোধে মাঠে ভ্রম্যমান আদালত

মোঃ রাসেল আহম্মেদ,এনবি ডেস্ক:

দেশের বিভিন্ন জায়গার মত মঙ্গলবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ায়ও লবনের কেজি প্রতি মূল্য বৃদ্ধি পেয়েছ বলে গুজব ছড়িয়ে পড়ে। এই তথ্যের ভিত্তিতে বাজার মনিটরিংয়ে নামে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত জগৎবাজার, আনন্দবাজারসহ শহরের বিভিন্ন বাজার মনিটরিং করেন। এ সময় লবন প্রতিকেজি ৩০ থেকে ৩৫ টাকা এবং পিয়াজ ১০০ থেকে ১৬০ টাকার মধ্যে বিক্রী হতে দেখা গেছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া বলেন, লবনের বৃদ্ধি পাওয়ার খবরে আমরা বাজার মনিটরিং করে এ রকম কিছু পাইনি। তিনি জনগনকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কিমশনার (ভূমি) এস, এম মশিউজ্জামান, ক্যাব ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক এস.এম শাহিন প্রমূখ।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com