১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৬শে মার্চ, ২০২৩ ইং

কাজীপাড়া শান্তি প্রিয় যুব সংগঠনের উদ্যেগে ইসলামী মহা সম্মেলন আজ

এনবি ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া জেলা  শহরের কাজীপাড়া শান্তি প্রিয় যুব সংগঠনের উদ্যেগে ৪র্থ বার্ষিকী ইসলামী মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার বাদ আসর, হযরত সৈয়দ কাজী মাহমুদ শাহ্ (রহ,) মাজার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

উক্ত সম্মেলনে সভাপতি করিবেন  জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া সিনিয়র মুহাদ্দিস আল্লামা আখ্তারুজ্জামান।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জের ঐতিহাসিক লালপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব  হযরত মাওঃ মুফতি আকরাম নবীনগরী, বিশেষ অতিথি থাকবেন জামিয়া ইসলামীয়া ইউনুছিয়ার সিনিয়র শিক্ষক আল্লামা শরীফ উদ্দিন আফতাবী, জামিয়া কোরআনিয়া সৈয়দুন্নেছার সিনিয়র শিক্ষক হযরত মাওঃ আল-আমিন সাদী, নরসিংদী মৌলভীবাড়ী জামে মসজিদের খতির মাওঃ সৈয়দ আশরাফুল রহমান আসাদী,  কাজীপাড়া দরগাহ্ জামে মসজিদ ছানী ইমাম মাওঃ ক্বারী শামসুল ইসলাম রায়পুরী, মাওঃ হামিদুল্লাহ্ (হামদু), হাফেজ তালহা বিন হাবীব প্রমুখ।

উক্ত কোরআন তাফসীর মাহ্ফিলে দলে দলে যোগদান করিয়া দ্বীন ও দুনিয়ার অশেষ নেকী হাসিল করুন। বিঃ দ্রঃ মহিলাদের জন্য তাফসীর শুনার সু-ব্যবস্থা রয়েছে।

নিবেদক কাজীপাড়া শান্তি প্রিয় যুব সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল সদস্য বৃন্দ।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com