১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

মুহম্মদ মুসা ও হুমায়ুন কবিরের রুহের মাগফেরাত কামনায়, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের দোয়া ও মিলাদ মাহফিল

স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ মুসা ও প্রেসক্লাবের সদস্য, দৈনিক দিন দর্পনের সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবিরের রুহের মাগফেরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদর হাসপাতাল মসজিদের খতিব মাওলানা আনোয়ার আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, প্রয়াত হুমায়ুন কবিরের বড় ছেলে এনায়েত কবির বাবু, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান, সিনিয়র সাংবাদিক মনজুরুল আলম, সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহীন, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি, সিনিয়র সাংবাদিক আব্দুন নূর, সাবেক সাধারন সম্পাদক আ. ফ. ম কাউসার এমরান, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আকরাম, সিনিয়র সাংবাদিক জাবেদ রহিম বিজন, সিনিয়র সাংবাদিক মো. আশিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, কোষাধক্ষ্য নজরুল ইসলাম শাহাজাদা, পাঠাগার সম্পাদক মোশারররফ হোসেন বেলাল, কার্যকরী সদস্য শাহজাহান সাজু প্রমুখ।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com