১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ডে-পালিত

স্টাফ রিপোর্টার:

নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ডে-পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে স্থানীয় লোকনাথ উদ্যান (টেংকেরপাড়) থেকে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে র‌্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রেজা, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, পুলিশিংকে জনমুখী, জনবান্ধব ও কল্যাণমুখী করার জন্যই কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগ গ্রহন করা হয়। জনগণই এখানে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করে।

তিনি বলেন, কমিউনিটি পুলিশিং ইতিমধ্যেই সফলতা পেয়েছে। র‌্যালিতে পুলিশ সদস্যদের পাশাপালি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com