৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৩শে মার্চ, ২০২৩ ইং

জালের সাথে এ কেমন শত্রুতা

এনবি ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে জায়গা সংক্রান্ত কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বিপুল পরিমান মাছ ধরার জাল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।এসময় একটি ঘরও পুড়ে যায়। এতে প্রায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার দিবাগত রাত ১টার সময় উপজেলার ফান্দাউক ইউনিয়নের গঙ্গানগর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ সত্যরঞ্জন সূত্রধর ১০ জনের নাম উল্লেখ করে নাসিরনগর থানায় একটি এজাহার দায়ের করেন।

থানায় এজহার সূত্রে জানা যায়,গঙ্গানগর গ্রামের নিকুঞ্জ সূত্রধরের বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল দুর্গেশ সূত্রধরের সাথে। পূর্ব শত্রুতার জের ধরে দুর্গেশ সুত্রধরের লোকজন শনিবার দিবাগত রাত প্রায় ১ টায় সময় নিকুঞ্জ সুত্রধরের ছোট ভাই সত্যরঞ্জন সূত্রধরের ঘরে থাকা জালে আগুন দেয়। আগুনে একটি ঘরসহ জাল পুড়ে যায়। এতে প্রায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

আজ রবিবার দুপুরে নাসিরনগর থানার এ এসআই ইমাম হাসান ঘটনাস্থল পরিদর্শন করে আগুনের বিষয়টি নিশ্চিত করেন।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তদন্ত সাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com