১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

নাসিরনগরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়।

মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) শাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার ধরমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরী, ইউপি সচিব ও সদস্যরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় বলেন, কমিউনিটি ক্লিনিক অবহেলিত গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। ক্লিনিকগুলো সচল থাকলে এলাকার সাধারণ মানুষ ভাল থাকবে, সুস্থ থাকবে। এজন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সবাইকে একযোগে কাজ করতে হবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com