৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৩শে মার্চ, ২০২৩ ইং

বাঞ্ছারামপুরে গলা কাটা লাশ উদ্ধার

এনবি ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাইদুর রহমান-(৪২) নামে এক ব্যবসায়ির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বাহেরচর এলাকার মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সাইদুর রহমান বাহেরচর গ্রামের মালু মিয়ার ছেলে। তিনি একজন ফল ব্যবসায়ী ছিলেন।

নিহতের পিতা মালু মিয়া জানান, রোববার রাত ৯টার পর থেকে সাইদুর রহমানের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধ্যান পাইনি। সোমবার বিকেলে মেঘনা নদীতে একটি লাশ ভাসছে এমন খবর পেয়ে সেখানে গিয়ে দেখি এটা আমার ছেলের লাশ। তিনি বলেন, আমি খুনিদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ্্ উদ্দিন চৌধুরী জানান, নিহতের গলা এবং চোখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যার পর তার লাশ নদীতে ফেলে দেয়া হয়েছে।

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com