১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় যোগ ব্যায়াম চর্চার উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় “ভোরের সাথী” নামক একটি সংগঠনের উদ্যোগে যোগ ব্যায়াম চর্চার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ৭টায় স্থানীয় লোকনাথ উদ্যানে (টেংকের পাড়) প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন প্রবীণ চিত্র সাংবাদিক প্রাণতোষ চৌধুরী।

সংগঠনের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে ও সাবেক পৌর কাউন্সিলর সুভাষ দাসের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক আবদুল্লাহ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রাশেদ কবির আখন্দ, অ্যাডভোকেট আশিক, ব্যবসায়ী আল-আমিন, দুলাল খান ও ইকবাল হোসেন চন্দন প্রমুখ।

উদ্বোধনী দিনে সুভাষ রঞ্জন রায়ের প্রশিক্ষণে বিভিন্ন বয়সী ৩ শতাধিক মানুষ যোগ ব্যায়ামে অংশ নেয়।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com