১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৭শে মার্চ, ২০২৩ ইং

নাসিরনগরে আগুনে নগদ টাকাসহ বসতঘর পুড়ে ছাই

এনবি ডেস্ক:

রবিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামে আগুনে পুড়ে ১টি বসতঘর ও নগদ ৩০ হাজার টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।

স্থানীয়রা জানায়,চাপরতলা গ্রামের মৃত গোলাম রাব্বানীর ছেলে রুবেল মিয়ার ঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।অগ্নিকান্ডে রুবেল মিয়ার ঘরে থাকা ৩০ হাজার টাকা,মেশিন,ধানসহ টিনের ঘরটি পুড়ে ভস্মিভূত হয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সংবাদ পেয়ে আজ সোমবার সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা আজগর আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে জেলা প্রশাসকে জিআর ক্যাশ থেকে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলামসহ ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com