Advertisement

ডাকাতির প্রস্তুতিকালে নাসিরনগরে ৩ ডাকাত গ্রেপ্তার

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১০২৩।

নাসিরনগর প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে নাসিরনগর-লাখাই সড়কের ফান্দাউক-বুড়িশ্বরের মধ্যবর্তী স্থানে রাস্তায় ব্যারিকেট দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা সদরের পশ্চিম পাড়ার মোঃ জলিল-(২৪), উপজেলার চাপরতলা গ্রামের সোহেল মিয়া-(২৫) ও সাঈদ মিয়া-(২৩)।

এসময় তাদের কাছ থেকে ছোরাসহ ডাকাতির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
নাসিরনগর থানার পরিদর্শক (ওসি) মোঃ সাজেদুর রহমান জানান ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় বাকিরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com