১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৮শে মার্চ, ২০২৩ ইং

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনে সরাইলে প্রস্তুতি সভা

এন ডেক্স রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে  সোমবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।

বক্তব্য রাখেন-সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোমান মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, অরুয়াইল কলেজের অধ্যক্ষ মোঃ মুখলেছুর রহমান, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খান, অরুয়াইল স্কুলের প্রধান শিক্ষক শেখ সাদী, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুর রাশেদ, ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান প্রমুখ।

সবায় বক্তারা জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শুধু উপজেলা সদর নয়, ৯টি ইউনিয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহন করার প্রস্তাব করেন। পরবর্তী প্রজন্মকে বঙ্গবন্ধুর শিশু কৈশোর ছাত্র ও রাজনৈতিক জীবনের বর্ণাঢ্য ইতিহাস, মহান মুক্তিযুদ্ধে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও ত্যাগের সঠিক ইতিহাস জানানোর জন্য কর্মসূচি নেয়ার আহবান করেন।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com