১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৯শে মার্চ, ২০২৩ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দু’দিন পর তানিম-(৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশু তানিম সেন্দ গ্রামের রাজমিস্ত্রি কুদ্দুস মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার নিখোঁজ হয় শিশু তানিম। সম্ভাব্য সকল জায়গায় খোঁজেও তার সন্ধ্যান মিলেনি। শনিবার দুপুরে বাড়ির পাশের ডোবায় তার লাশ ভেসে উঠলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, শিশুর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com