১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

মেড্ডায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

এনবি প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে রায়হান নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পৌর এলাকার পূর্ব মেড্ডায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে পৌর এলাকার পূর্ব মেড্ডার একটি পুকুরে তার লাশ উদ্ধার করা হয়। মৃত রায়হান পূর্ব মেড্ডার রানা মিয়ার ছেলে।

রায়হানের পিতা রানা মিয়া জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে নিখোঁজ হয় শিশু রায়হান। সম্ভাব্য সকল স্থানে তাকে খুঁজে না পেয়ে সন্ধ্যায় শহরে মাইকং করা হয়। রাত ১০টার দিকে বাড়ির সামনে পুকুরে জাল ফেলা হয়, কিন্তু পাওয়া যায়নি। তিনি বলেন, রাত তিনটার দিকে বাড়ির সামনের পুকুরে শিশু রায়হানের লাশ ভেসে উঠে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার ১নং ফাঁড়ির ইনচার্জ মোঃ নূরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com