১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

ঘূর্ণিঝড় ফণির প্রভাবে আশুগঞ্জ নদী বন্দরের কার্যক্রম বন্ধ, ২নম্বর সতর্কতা সংকট জারি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ঘূর্ণিঝড় ফণির প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আন্তর্জাতিক নদী বন্দরের কার্যক্রম। বন্দরে আটকা পড়েছে শতাধিক মালবাহী কার্গো জাহাজ। বন্ধ রাখা হয়েছে কার্গো জাহাজ থেকে পন্য খালাস। ইতিমধ্যে অভ্যন্তরীন রুটে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। এতে ৬টি রুটে লঞ্চ ও নৌ চলাচল বন্ধ রয়েছে।

আশুগঞ্জ থেকে নবীনগর-গৌকর্ন ঘাট, সাচনা, মারকুলি, অষ্ট্রগ্রাম, বাঙ্গলপাড়া, কামাইল চেহ নৌ রুটে বন্ধ রয়েছে লঞ্চ ও নৌ চলাচল।

আশুগঞ্জ আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, শুক্রবার রাতে আশুগঞ্জ বন্দরে ঘূর্ণিঝড় ফণি আঘাত আনতে পারে। তবে শুক্রবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। ইতিমধ্যে আশুগঞ্জ বন্দরকে ২নম্বর সতর্কতা সংকট দেখাতে বলা হয়েছে।
আশুগঞ্জ নদী বন্দরের সহকারী পরিচালক আসাদুজ্জামান জানান, নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়ে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে এবং বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com