Advertisement

ভারতে যে সরকারই ক্ষমতায় আসুক সম্পর্ক ভালো থাকবে – ডঃ গওহর রিজভী 

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১০৪২।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, ভারতে যে সরকারই ক্ষমতায় আসুক বাংলাদেশের সাথে সম্পর্ক সব সময় ভালো থাকবে, সম্পর্ক আরো ভালো হবে।

তিনি বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এ সময় ড. গওহর রিজভী আরো বলেন, নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। সেখানে বিজেপি-কংগ্রেস যে দল ক্ষমতায় আসুক বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো থাকবে। এর কারণ হচ্ছে আমাদের এই সম্পর্ক দুই দেশের মানুষ এবং সরকারের সাথে। নতুন সরকার নতুন ম্যান্ডেট নিয়ে আসবে। মোদি সাহেব আসুক বা যে কেউ আসুক আমাদের সম্পর্ক সব সময় ভালো থাকবে। ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ)। আমন্ত্রিত অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ্ আলী ফরহাদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, সরাইল উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষা বৃত্তি অনুষ্ঠানের সদস্য সচিব ডাঃ আশিষ চক্রবর্তী। শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়ন চক্রবর্তী। অনুষ্ঠানে সরাইল উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও পাঁচজন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com