১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৭শে মার্চ, ২০২৩ ইং

ইসলামী যুব আন্দোলন  জেলা কমিটি  আশরাফুল ইসলাম -সভাপতি ॥ শামস আল ইসলাম- সাধারণ সম্পাদক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সম্মেলন গত মঙ্গলবার বিকেলে পৌর এলাকার কাউতলী বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি সভাপতি মুফতী আশরাফুল ইসলাম বিল্লালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শামস আল ইসলাম ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুফতী আব্দুর রহমান গিলমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা শাহ মোহাম্মদুল্লাহ প্রমুখ।
সম্মেলন শেষে মুফতী আশরাফুল ইসলাম বিল্লালকে সভাপতি এবং হাফেজ মাওলানা শামস আল ইসলাম ভূইয়াকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষনা করা হয়।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com