৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৩শে মার্চ, ২০২৩ ইং

২০০শ পিস ইয়াবাসহ মোঃ হেলাল উদ্দিনকে আটক করে পুলিশ

এনবি প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া গোকর্ণঘাট থেকে ২শত পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। গোপন সংবাদে খবর পেয়ে ১০ই মার্চ বুধবার রাতে সদর উপজেলার গোকর্ণঘাট মধ্যপাড়া এলাকায় আলীম উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে মোঃ হেলাল উদ্দিন(৪৫) কে আটক করে। পরে তার সেমিপাকা বিল্ডিং ঘরে তল্লাশী করে দুইশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধধার করে। সে গোকর্ণঘাট এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে জানা যায় হেলাল উদ্দিন সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক সেবন ও বিক্রি করে আসছিল । গোপন ,সংবাদেদ খবর পেয়ে গতকাল রাত ৯টায় আলীম উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে দুইশত পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদক ইয়াবা ট্যাবলেটসহ তাকে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com