Advertisement

সরাইলে নির্বাচনী সহিংসতায় যুবক নিহত

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১১৪৫।

এনবি প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচনোত্তর সহিংসতায় রোকন উদ্দিন -(২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।  বৃহস্পতিবার সকাল নয়টায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইছড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকন উদ্দিন ওই গ্রামের সাদত উদ্দিনের ছেলে। নিহত রোকন উদ্দিন নৌকা মার্কার সমর্থক বলে এলাকাবাসী জানিয়েছেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় বড়ইছড়া গ্রামে উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রফিক উদ্দিন ঠাকুরের (ঘোড়া প্রতীক) সমর্থক আহসান উল্লাহ গ্রুপের লোকদের সাথে একই এলাকার আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শফিকুর রহমানের (নৌকা প্রতীক) সমর্থক ফারুক মিয়া গ্রুপের লোকজনের মধ্যে নির্বাচনে জাল ভোট দেয়া নিয়ে বাগবিত-া হয়।

এ ঘটনার জের ধরে  বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এলাকার ঘোড়া প্রতীক ও নৌকা প্রতীকের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে নৌকা প্রতীকের সমর্থক ফারুক মিয়া গ্রুপের রোকন উদ্দিনসহ ৫/৬জন আহত হয়। আহতবস্থায় রোকন উদ্দিনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি।

উল্লেখ্য গত ৩১ মার্চ অনুষ্ঠিত সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর (ঘোড়া প্রতীক) ৩১ হাজার ৪৮৪ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শফিকুর রহমান (নৌকা প্রতীক) মাত্র ১৩ হাজার ২২৩ ভোট পেয়ে চতুর্থ হন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com