১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ২৯শে মার্চ, ২০২৩ ইং

২৩দিন পর সরাইলে অগ্নিদগ্ধ শিশুর মৃত্যু

এনবি সংবাদঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঘটনার ২৩দিন পর মারা গেছে অগ্নিদগ্ধ শিশু মারিয়া আক্তার-(৫)।  মঙ্গলবার সকালে নিজ বাড়িতেই মারা যায় সে। শিশু মারিয়া সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের প্রবাসী মাহফুজ মিয়ার একমাত্র কন্যা ও সৈয়দটুলা মাষ্টার মিশন স্কুলের প্লে শ্রেণির ছাত্রী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মারিয়ার জন্মের মাত্র ১২ দিন পর পারিবারিক কলহের জের ধরে বাবার বাড়িতে চলে যায় মারিয়ার মা। পরে দাদির আদর যতেœই বড় হতে থাকে মারিয়া।
গত ২০ জানুয়ারি বাড়িতে বিকেলে বাড়ির গ্যাসের চুলার আগুন অসাবধানতাবশত লেগে যায় শিশু মারিয়ার জামায়। এতে তার হাত-পা সহ শরীরের আশি ভাগ ঝলছে যায়। ওইদিন তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে গত ৮ জানুয়ারি মারিয়াকে বাড়িতে নিয়ে আসা হয়। গতকাল মঙ্গলবার সকালে শিশু মারিয়া মারা যায়। বাদ যোহর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com