১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ. ১লা এপ্রিল, ২০২৩ ইং

ব্রাহ্মণবাড়িয়ায় ৬৫ লাখ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

এনবি সংবাদ : বছরের প্রথম দিন ব্রাহ্মণবাড়িয়ায় ৬৫ লাখ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এতে জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্রের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবীর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমূখ। পরে অতিথিবৃন্দ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন। এ বছর জেলায় ২৪৬০টি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ লাখ ৫২ হাজার ৯২০ টি বই এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৩৯ লাখ ৫৬ হাজার ৯৬১ টি বই বিতরণ করা হয়।

নিখোঁজের দুই দিন পর পুকুর…

Social Media Auto Publish Powered By : XYZScripts.com